ফের বোমাবাজির ঘটনা সামশেরগঞ্জে। কিছুদিন আগেই সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই এলাকা। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এবার রাস্তায় নয়, কোচিং সেন্টারে বোমাবাজির ঘটনায় জখম হয়েছে দুই শিশু। সূত্রের খবর, বুধবার সকালে সামশেরগঞ্জের দেবীদাসপুর এলাকায় দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়েছিল।
এই অশান্তিকে কেন্দ্র করেই বোমাবাজি হয়। ওই স্থানের একটি কোচিং সেন্টারে পড়তে এসেছিল খুদে শিশুরা। অশান্তির জেরে তাঁরা বাইরে বেরিয়ে আসে। কোচিংয়ের পিছনের বাড়িতেই ঝামেলা চলছিল। অভিযোগ, আচমকাই বেশ কয়েকজন কোচিং সেন্টারের কাছে এসে বোমা ফেলে। বোমার স্প্লিন্টার ছিটকে গায়ে এসে লাগে কয়েকজনের। দুই নার্সারির পড়ুয়া গুরুতরভাবে জখম হয়েছে। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
Advertisement
Advertisement



