• facebook
  • twitter
Monday, 8 December, 2025

পাণ্ডবেশ্বরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে এলাকায় ভাঙচুর, উত্তেজনা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা।

প্রতীকী ছবি

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্যমৃত্যু ঘিরে এলাকায় ভাঙচুর, উত্তেজনা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনা।বৃহস্পতিবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউড়ি পাড়ার যুবক পল্লব বাউড়ির (২২) ঝুলন্ত দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পল্লবের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যান। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখেন ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিষয়টি চাউর হতে ছড়ায় উত্তেজনা।

Advertisement

বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা। সাইকেল, মোটরসাইকেলও ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Advertisement

Advertisement