• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু কিশোরীর

বন্ধুদের সঙ্গে নাগরদোলা চেপেছিল বছর সতেরোর কিশোরী। তবে নাগরদোলা ঘুরতেই ঘটল বিপত্তি। ঘুরন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল ওই কিশোরীর।

ফাইল ছবি

বন্ধুদের সঙ্গে নাগরদোলা চেপেছিল বছর সতেরোর কিশোরী। তবে নাগরদোলা ঘুরতেই ঘটল বিপত্তি। ঘুরন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল ওই কিশোরীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূলীয় থানা এলাকার কুমিরমারি গ্রামে। মৃত কিশোরীর নাম সায়ন্তনি মণ্ডল। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে নাগরদোলার মালিক অমল মণ্ডলকে।
স্থানীয় সূত্রে খবর, কুমিরমারি গ্রামে দিন কয়েক ধরে চলছে ফুটবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাকে ঘিরে বসেছে মেলাও। একাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরী মঙ্গলবার মেলাতে এসেছিল। তবে নাগরদোলায় উঠতেই ঘটে বিপত্তি। নাগরদোলা ঘুরতে শুরু করলেই ঘটে বিপত্তি।

সূত্রের খবর, ঘুরন্ত নাগরদোলার উপর থেকে ছিটকে পড়ে সায়ন্তনি। মাথায় ঘাড়ে গুরুতর চোট লাগে তার। গুরুতর জখম অবস্থায় কিশোরীকে স্পিডবোডে চাপিয়ে কুমিরমারি থেকে নিয়ে যাওয়া হয় ধামাখালির হাসপাতালে। তবে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে। কিন্তু অ্যাম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে সায়ন্তনির। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই নাগরদোলার মালিক অমল মণ্ডলকে গ্রেপ্তার করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ। নাগরদোলায় কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।

Advertisement

Advertisement

Advertisement