জমি লিখে না দেওয়ায় মাকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর গ্রামে। খুনের পর এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন অভিযুক্ত। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
মৃত বৃদ্ধার নাম আরমানি বিবি (৭০)। তাঁকে খুনের অভিযোগ উঠেছে ছেলে মংলু শেখের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এর আগে মায়ের নামে আসা আবাস যোজনার টাকা হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত। সেই টাকা চাইতে গেলেও মারধর করা হয় আরমানি বিবিকে। অন্যদিকে, বৃদ্ধার নামে দেড় কাঠা জমি ছিল। তার মধ্যে আধ কাঠা জমি নিজের এক মেয়ের বিয়েতে দিয়েছিলেন তিনি। বাকি এককাঠা জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য নিয়মিত মা আরমানি বিবিকে চাপ দিচ্ছিলেন মংলু। এই নিয়ে নিত্যদিন তাঁদের মধ্যে অশান্তি চলত।
শনিবার রাত দশটা নাগাদ খাওয়া–দাওয়ার পর বাড়িতেই ঘুমিয়ে ছিলেন আরমানি বিবি। সেই সময় আচমকা বাইরে থেকে এসে ঘুমন্ত মাকে ইট দিয়ে থেঁতলে খুন করেন মংলু। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহেশাইল হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুতি থানায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, মায়ের দেড়কাঠা জায়গাই নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিলেন মংলু। কিন্তু এক মেয়েকে আধ কাঠা জমি লিখে দেওয়ায় সেই পরিকল্পনা বিফলে চলে যায়। বাকি থাকা এক কাঠা জমি যেভাবে হোক নিজের নামে লিখিয়ে নিতে চাইছিলেন তিনি। মা আরমানি বিবি তাতে রাজি না হওয়ায় এভাবে তাঁকে খুন করা হয়েছে।