বুধবার ইসকনের শাখাকেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানির স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হবে। এই তিথিতেই মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথদেব। এই শুভ তিথিতে ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদের সুবন্দোবস্ত থাকবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই উৎসবে সামিল হবেন। গঙ্গার জল, ডাব ছাড়াও বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে স্নান করাতে পারবেন পুণ্যার্থীরা। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হবে। স্নানযাত্রার পর শুরু হবে অনসর। সেই কারণে ১২ জুন, বৃহস্পতিবার থেকে ২৫ জুন, বুধবার পর্যন্ত রাজাপুরের জগন্নাথ মন্দির বন্ধ থাকবে।