• facebook
  • twitter
Friday, 13 June, 2025

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি বর্ধমানে

জাতীয় সড়কের পাশে থাকা দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনার পর ভয়ে ও আতঙ্কে কাঁপছেন এলাকার বাসিন্দারা।

প্রতীকী চিত্র।

জাতীয় সড়কের পাশে থাকা দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অবাধে লুটপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনার পর ভয়ে ও আতঙ্কে কাঁপছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সূর্যনগরে।

সূর্য নগরের বাসিন্দা শুভেন্দু দাঁ, এর বাড়ির নিচের তলায় অটো পার্টেসের দোকান আছে। বাড়ির উপরতলায় বসবাস করে দাঁ পরিবার। দুষ্কৃতীরা এসে শুভেন্দুবাবুর গলায় চাকু ধরে। তারপর একই সঙ্গে দোকান ও বাড়িতে অবাধে লুঠপাট চালায়। বাড়িতে বৃদ্ধাকে আটকে রাখা হয়। এবং বৃদ্ধার ছেলের গলায় চাকু ধরা হয়। এরপরই দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও বাড়ি থেকে প্রায় ৬ ভরি সোনা ও নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। এই বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শুভেন্দু দাঁ বলেন, ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া আমাদের অটো পার্টসের দোকানে দু’জন যুবক ক্রেতা হিসাবে ঢোকে। এরপর পার্টস দেখার নাম করে হঠাৎই দোকানের শাটার বন্ধ করে দেয়। শাটার তুলে আরও একজন দোকানে ঢুকে পড়ে। প্রথমে আমার গলায় চাকু ধরে। তারপর আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ঘটনা ঘটেছে। পারিপার্শ্বিক বিভিন্ন সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।