খালের জল থেকে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল! ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের শ্রীরামপুর এলাকায়। মনে করা হচ্ছে রতের অন্ধকারের সাহায্যে কেউ বা কারা খালের জলে রেশন চাল ফেলে গেছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরই, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি। খবর দেওয়া হয়েছে পুলিশকেও।
গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী দেবী জানান, ‘রেশন চাল ভর্তি বস্তায় রয়েছে সরকারি স্ট্যাম্প, যা থেকে প্রমাণিত বস্তা বস্তা ভর্তি চাল সরকারের অনুদানের। সরকারি চাল কারা এভাবে খালে ফেলল, এবং ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা তদন্ত করে জানা যাবে’, বলে জানালেন তিনি। তিনি আরও বলেন, ভালো চাল খালে ফেলে নষ্ট করা হলো কিনা তাও খতিয়া দেখা হবে।
রবিবার সকালবেলায়, পটাশপুর-১ নম্বর ব্লকের ব্রজলাল গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর খালের ব্রিজের তলায় বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। চাল উদ্ধার হওয়ার পরই এলাকায় শুরু হয় শোরগোল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ খালে পড়ে থাকা চালগুলি বাজেয়াপ্ত করে।
খাদ্যদ্রব্য নষ্ট হওয়া এবং বস্তা ভর্তি চাল খালে ফেলে দেওয়ায় এলাকার লোকজন বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
ঘটনা সম্পর্কে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানান, ‘বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের কেউ ছাড় পাবে না। খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত হবে।’