• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরুলিয়ায় বজ্রপাতে মৃত্যু ইটভাটার শ্রমিকের, জখম ৪

বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। ইটভাটায় কাজ করতেন তিনি। এই ঘটনায় জখম হয়েছেন ৪ জন শ্রমিক। পুরুলিয়ার বোরো থানা এলাকায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ফাইল ছবি

বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। ইটভাটায় কাজ করছিলেন তিনি। এই ঘটনায় জখম হয়েছেন ৪ জন শ্রমিক। পুরুলিয়ার বোরো থানা এলাকায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই পুরুলিয়ার আকাশ মেঘলা ছিল। এর পাশাপাশি বৃষ্টিও চলছিল। সেই সময় আচমকা বাজ পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জবা মুদি। তাঁর বয়স ৩১ বছর। তিনি বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকালে ইটভাটায় কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকা মেঘ কালো করে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। তারপরই বাজ পড়ে। বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জবাকে মৃত বলে ঘোষণা করেন। জখমরা হলেন – সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রাজ্যের চার জেলা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যজুড়েই রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টিও হতে পারে জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলা থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

Advertisement

Advertisement