খোলা মুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটে ইসিএল-এর নর্থ সিয়ারসোল খোলামুখনিতে। জানা গেছে, বছর ছাব্বিশের টিঙ্কু বাউরি মিঠাপুরের বাসিন্দা ছিলেন ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানের ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন, এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়তেই কেকেএসসি এর নেতৃত্বে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায়।
মৃতের জামাইবাবু জানান, খোলামুখ খনির চারদিকে তারকাটা দিয়ে ঘিরে দিতে হবে। তাছাড়া একের পর এমন দুর্ঘটনা ঘটবে। তার দায় ইসিএল এড়িয়ে যেতে পারবে না। কারণ খনির অদূরে বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে। ইসিএল-কে ক্ষতিপূরণ ও পোষ্য হিসাবে একজনকে চাকরিতে নিয়োগ করার দাবি ওঠে।
মনোজ জানান, ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলা মুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার ব্যবস্থা করে না। এর জেরে বিভিন্ন সময়ে গবাদি পশু থেকে শুরু করে অনেক মানুষের মৃত্যু হয়। বারবার তাঁরা এই দাবিতে বিক্ষোভ দেখালেও প্রতিকার হয়নি। ইসিএল-এর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া উঠে আসেনি। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক জানান, ইসিএল-এর খনিতে সংস্থার নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ আছে। বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে।