জাল জন্ম-মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগে সরকারি হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি দার্জিলিং জেলার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পার্থ সাহা। জাল জন্ম-মৃত্যুর শংসাপত্র উদ্ধারের ঘটনায় এর আগে নবজিৎ গুহ নিয়োগী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টায় তদন্তকারীরা। ঘটনায় আর কারা জড়িত? চক্রের জল কত দূর ছড়িয়ে? তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই খবর আসছিল খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি হচ্ছে। সেই ঘটনার তদন্তে নেমে ওই হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার নাম জানতে পারে পুলিশ। নবজিৎ গুহ নিয়োগী নামে এক যুবকের নামও উঠে আসে। নকশালবাড়ি বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত নবজিৎকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement
তদন্তে উঠে আসে, ৪৫০টি জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি হয়েছিল। ওই জাল নথি পরবর্তীতে আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য সরকারি নথি তৈরিতে ব্যবহার হত বলে অভিযোগ। এই জাল শংসাপত্র তৈরিতে মোটা টাকা নেওয়া হত বলেও অভিযোগ। জেরায় নবজিৎ জানিয়েছে, প্রতিটি শংসাপত্র তৈরির জন্য পার্থ তাঁকে কয়েক হাজার টাকা দিত। এরপরই পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement
Advertisement



