• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পেট্রল পাম্পের পার্কিংয়ে থাকা ট্রাকে মিলল দেহ

পেট্রল পাম্পের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়ার ঘটনা।

পেট্রল পাম্পের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়ার ঘটনা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দাঁতন থানার সোনাকনিয়ার একটি পেট্রল পাম্পে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। শনিবার সকালে একটি ট্রাকের দরজার পাশে সিট বেল্ট গলায় জড়ানো অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জেগেন কে। তাঁর বয়স ৪৬ বছর। তামিলনাড়ুর বাসিন্দা জেগেন ট্রাক চালাতেন কি না জানা যায়নি।

Advertisement

জেগেনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্তে নেমে ওই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে দাঁতন থানার পুলিশ। সূত্রের খবর, আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন তামিলনাড়ুর ওই ব্যক্তি। সেই কারণেই তিনি আত্মহত্যা করলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল পাম্পের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং আশপাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও খালাসিদের জিজ্ঞাসাবাদ করছেন দাঁতন থানার তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement

Advertisement