তৃণমূল সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাটোলা এলাকার ঘটনা। তবে তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। গ্রাম্য বিবাদের জেরেই এই খুন। অভিযুক্ত যুবক স্থানীয় গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারু শেখের অনুগামী। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খুনের নেপথ্যে রাজনৈতিক কোন্দল নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাবলু শেখ। তিনি তৃণমূল সমর্থক হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। মৃতের ভাইপো জামিরুল শেখ বলেন, ‘লোকসভা নির্বাচনে পাতলাটোলায় ১০০টি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই বেশ কিছু পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া হয়েছিল। বাবলু শেখও ছিলেন সেই তালিকায়। সম্প্রতি ইদ উপলক্ষে বাড়ি ফেরে বেশ কিছু পরিবার। সোমবার সন্ধ্যায় পাড়ার এক চায়ের দোকানে বসেছিলেন বাবলু। সেই সময় এক ব্যক্তি রড দিয়ে তাঁর বুকে সজোরে আঘাত করেন।’
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাবলু। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় বলেন, ‘লোকসভায় জোট প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে গিরিয়ায় প্রায় ১০০টি পরিবার ঘর ছাড়া ছিল। ইদে বাড়ি ফেরার পর নতুন করে হামলা শুরু করেছে। বাবলু শেখকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।’ রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, ‘এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। গ্রাম্য বিবাদের জেরে খুন হয়েছে। পুলিশ-প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’