শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোহরা বিবি (৪০)। তিনি গজধরপাড়ার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে মনোহরার জামাই তাঁকে ছুরি দিয়ে খুন করেন বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। কী কারণে এই খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার রাতে মনোহরার বাড়িতেই ছিলেন জামাই। কোনও কারণে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। ক্রমশ তা চরম আকার নেয়। এক সময় মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোহরার উপর চড়াও হয় যুবক। এলোপাথাড়ি তাঁকে কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। কী নিয়ে অশান্তি তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে মৃতার পরিবার ও পরিজনদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



