• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোচবিহারে উদ্ধার মর্টার সেল

পহেলগাম কাণ্ডের আবহে কোচবিহারের চ্যাংড়াবান্ধার রিভার বেড থেকে উদ্ধার করা হয়েছে একটি মর্টার সেল। রবিবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পহেলগাম কাণ্ডের আবহে কোচবিহারের চ্যাংড়াবান্ধার রিভার বেড থেকে উদ্ধার করা হয়েছে একটি মর্টার সেল। রবিবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতোর চলছে। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতিও অস্থির। কোচবিহারে ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায়ও পরিস্থিতি একেবারে স্বাভাবিক নয়। এই আবহে চ্যাংড়াবান্ধা থেকে মর্টার সেল উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মর্টারটি দেখার জন্য আতঙ্কিত এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। যদিও ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সেখানে পৌঁছেছে সেনাবাহিনীর আধিকারিকরাও।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে উত্তরবঙ্গের একাধিক এলাকা থেকে উদ্ধার হয়েছে মর্টার সেল। চলতি মাসেই মালবাজার থেকে মর্টার উদ্ধার করা হয়েছিল। ঘন ঘন মর্টার সেল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয়দের একাংশের দাবি, ২০২৩ সালে সিকিমে তিস্তা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময় ভেসে গিয়েছিল সেনাবাহিনীর ক্যাম্প। সেই ক্যাম্পে মজুত ছিল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। সেগুলিই বিভিন্ন সময় জল থেকে উদ্ধার হয়। উদ্ধার হওয়া মর্টার সেই সময়ই জলের তোড়ে ভেসে গিয়েছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement