বুধবার গভীর রাতে হুগলির মগরায় পুলিশের উপর দুষ্কৃতীদের বোমা হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বলাগড় থানার পুলিশ নাকা চেকিং চালানোর সময় এই হামলা হয়। বোমার আঘাতে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে গেলেও সৌভাগ্যক্রমে কোনও পুলিশকর্মী আহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের কালনার হিজুলি গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে পালাচ্ছিল এক দল দুষ্কৃতী। তারা বলাগড়ের রাস্তা ধরে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে বলাগড় থানার পুলিশ নাকা চেকিং শুরু করে। তবে দুষ্কৃতীরা পরিস্থিতি বুঝে পথ পাল্টে মগরার দিকে রওনা দেয়। মগরা থানার পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থায় ত্রিবেণী কালীতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল।
Advertisement
মগরার কাছে পুলিশের মুখোমুখি হতেই দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে পুলিশের উপর বোমা ছোঁড়ে। বিস্ফোরণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও পুলিশকর্মীরা অক্ষত থাকেন। দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে পাকড়াও করে। আটক করা হয়েছে দুটি বাইক ও একটি আগ্নেয়াস্ত্র।
Advertisement
ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র এবং সিআই সৌমেন বিশ্বাস।
Advertisement



