সাত সকালে মেদিনীপুরের খাসজঙ্গল এলাকায় জোড়া ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে মেদিনীপুরের কোতোয়ালি থানার ফড়িংডাঙা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সমর মান্ডি এবং নিয়তি মান্ডি। ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন দু’জনে।
স্থানীয় সূত্রে খবর, সমর এবং নিয়তি সম্পর্কে প্রতিবেশী দেওর বৌদি। নিয়তির স্বামী ঝন্টু কাজের সূত্রে থাকেন ভিন রাজ্যে। তাঁদের একটি সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে। এদিন সকালে বারবার ডাকা সত্ত্বেও দরজা খুলছিল না নিয়তি, যা দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বাড়ির জানলা দিয়ে উঁকি দিতেই দেখা যায়, একই ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছে নিয়তি এবং সমর। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
Advertisement
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, স্বামীর অনুপস্থিতিতে মাঝে মধ্যেই নিয়তির বাড়ি যেত সমর। দু’জনের মধ্যে ক্রমেই গড়ে উঠেছিল বিবাহবহির্ভূত সম্পর্ক। যা থেকে স্থানীয়দের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্ক পরিণতি পাবে না জেনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে দুজনে।
Advertisement
Advertisement



