চলন্ত ট্রেনের দরজার কাছে অসতর্ক অবস্থান যে কোনও যাত্রীর জীবনে বিপদ ডেকে আনতে পারে। বার বার এই বিষয় সতর্ক করেছে রেল কর্তৃপক্ষ। ফের চলন্ত ট্রেনের বলি হতে হয়েছে এক আম ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে কল্যাণী ৪২ নম্বর রেলগেটের নিকটে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আচমকাই চলন্ত ট্রেন থেকে আম ভর্তি ব্যাগ লাইনে পড়ে গিয়েছিল। ব্যবসার সামগ্রী বাঁচাতে ব্যবসায়ীও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু টাল সামলাতে তিনিও পড়ে যান লাইনে। আর ট্রেনে তাঁর পা কাটা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সূত্রের খবর, মৃত ব্যক্তি বৃন্দাবন মণ্ডল পেশায় একজন আম ব্যবসায়ী। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৭ বছর। তিনি কল্যাণী ৪২ নম্বর রেলগেটের কাছে আম বিক্রি করতেন। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রতিদিন চাকদহ থেকে আম কিনে সকাল ৫টা ৫৮ মিনিটের কৃষ্ণনগর লোকালে ধরে কল্যাণীতে এসে আম বিক্রি করেন। বৃহস্পতিবারও এর অন্যথা হয়নি। প্রতিদিনের মতো কৃষ্ণনগর লোকাল ধরে ফিরছিলেন। সকাল ৬ টার কিছুক্ষণ পর হঠাৎ করেই তাঁর আমভর্তি বড়ো ব্যাগটি রেললাইনে পড়ে যায়। ব্যবসায় লোকসান হবে এই ভেবে চলন্ত ট্রেনেই ব্যাগ সামলানোর চেষ্টা করেন। তাতেই বিপদ নেমে আসে। টাল সামলাতে না পেরে তিনিও লাইনে পড়ে যান। আর ট্রেনের চাকায় দুটি পা কাটা পড়ে। লাইনের উপরই ছটফট করতে থাকেন তিনি। তারপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রেল লাইনে দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই রেলের আধিকারিক ও কর্মীরা ছুটে এসেছিলেন। সকাল ৯টা নাগাদ শান্তিপুর লোকালে তাঁর মৃতদেহ কল্যাণী থেকে রানাঘাট রেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই দেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই চলন্ত ট্রেনে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।