ঝগড়া চলাকালীন স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। সেখানে মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন এক মহিলা। আচমকা সেখানে তাঁর স্বামী হাজির হন। এরপর স্বামী–স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই স্ত্রীকে খুনের চেষ্টা করেন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার স্বামী–স্ত্রীর ঝগড়া হয়েছিল। এই ঝামেলার রেষ পরের দিন হাসপাতাল পর্যন্ত গড়ায়। হাসপাতালে এসে স্ত্রীয়ের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত ব্যক্তি। কিছুক্ষণের মধ্যে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই সময় হঠাৎ একটি ছুরি বের করে স্ত্রীয়ের গলায় কোপ বসিয়ে দেন ওই ব্যক্তি। তারপর সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এই ঘটনায় হাসপাতালে উপস্থিত রোগী ও তাঁদের পরিজনরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক ও নার্সদের মধ্যেও। তড়িঘড়ি আক্রান্ত মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁর চিকিৎসা শুরু করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে হামলা চালানো হল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
আক্রান্ত মহিলা জানিয়েছেন, তাঁকে তাঁর স্বামী প্রায়ই মারধর করেন। সোমবার হাসপাতালে এসেও একইভাবে তাঁকে মারধর করতে থাকেন। তারপর ছুরির মতো কিছু একটা দিয়ে তাঁকে খুনের চেষ্টা করেন।
Advertisement
Advertisement



