শীত পড়তেই পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে রোগীদের জন্য গরম জল পরিষেবা দেওয়ার উদ্যোগ নিল হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে ইমারজেন্সি সহ কয়েকটি ওয়ার্ডে বসানো হয়েছে গিজার। হাসপাতালের এমন ব্যবস্থাপনায় খুশি রোগী থেকে রোগীর পরিজনেরা। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে প্রসূতি, সার্জিক্যাল, ফিভার ওয়ার্ড। মহকুমা হাসপাতালে রয়েছে শিশু বিভাগ সহ মেডিসিন ওয়ার্ড ও এসএনসিইউ, এইচডিইউ। দু’টি হাসপাতাল মিলিয়ে রয়েছে ৫৩৪ শয্যা।
শীতের সময় বিশেষ করে সকাল ও রাতের দিকে ঠান্ডা জল ব্যবহারে রোগীদের সমস্যা হয়। রোগীর পরিজনেরা গরম জল আনতে ছোটেন বাইরে চায়ের দোকানে। হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা সামাধানে উদ্যোগী হয়। ইমারজেন্সি থেকে সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিজারের মাধ্যমে গরম জলের পরিষেবার ব্যবস্থা করে। অন্যদিকে, সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আউটডোরে চিকিৎসা করতে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের পরিজনদের বিশ্রামের ব্যবস্থা সহ ও কোনও শৌচাগার ছিল না। প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে মহিলা ও পুরুষদের জন্য আলাদা বিশ্রামাগার ও আধুনিক শৌচাগার তৈরির কাজও চলছে জোর কদমে।
Advertisement
হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালের ইমারজেন্সি সহ প্রায় সব ওয়ার্ডেই গরম জলের জন্য গিজারের ব্যবস্থা করা হয়েছে। এসএনসিইউ ও এইচডিইউতেও এই ব্যবস্থা রয়েছে। শিশু ও মেডিসিন বিভাগেও শিঘ্রই গিজার বসানোর হবে। রোগী ও তাদের পরিবারের লোকজনদের জন্য এই পরিষেবা বলে দাবি সকলের।
Advertisement
Advertisement



