• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন, পলাতক স্বামী

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। অভিযোগ শ্বাসরোধ করে ১০ বছরের ছেলের সামনেই স্ত্রীকে খুন করে স্বামী।

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। অভিযোগ শ্বাসরোধ করে ১০ বছরের ছেলের সামনেই স্ত্রীকে খুন করে স্বামী। নাগেরবাজারের ছাতাকল এলাকায় হনুমান মন্দিরের পাশে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বিউটি বসু নামের মহিলার দেহ। পলাতক রয়েছেন বিউটির স্বামী অমিত বসু। অভিযোগ স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছেন তিনি। ঘটনার খবর পেয়ে পৌঁছায় নাগেরবাজার থানার পুলিশ। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদমের নাগেরবাজার এলাকার ছাতাকলে একটি ভাড়া করা ফ্ল্যাটে ১০ বছরের পুত্রসন্তান সহ থাকতেন স্বামী-স্ত্রী। প্রায়শই তাঁদের মধ্যে বচসা লেগে থাকত। দীর্ঘদিন ধরে নানা কারণে চলতে থাকা বচসার জেরে ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। প্রতিবেশীদের অভিযোগ ১০ বছরের ছেলের সামনেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে স্ত্রীকে। তারপরেই পালিয়ে যান অমিত বসু নামের ওই ব্যক্তি। ঘটনার দিন বাচ্চার চিৎকার শুনে প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে দেখতে আসেন। এরপরেই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে ১০ বছরের ছেলেটিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি অনুপম সিংহ বলেছেন, দাম্পত্য কলহের জেরে খুন করা হয়েছে। বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

Advertisement