• facebook
  • twitter
Monday, 12 May, 2025

পার্টি অফিসে সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারলেন স্ত্রী

দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে জোনাকি ও তাঁর মাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

পার্টি অফিসে সালিশি সভায় স্বামীর পেটে ছুরি মারলেন তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের তালিতে। রবিবার দেওয়ানদিঘি থানার তালিত দিঘিরপাড়ে তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই শেখ রকি নামের এক যুবকের পেটে ছুরি মারেন তাঁর স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, তালিত দিঘিরপাড়ের বাসিন্দা ওই যুবক এক বেসরকারি নার্সিংহোমের কর্মী। প্রায় ছয় মাস আগে ভালোবেসে বীরভূম জেলার লাভপুর ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে তাঁরা আলাদা থাকছিলেন।

এই পরিস্থিতি মেটাতে রবিবার দুই পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের নিয়ে তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভা বসে। যেখানে জোনাকি খাতুন বিবাহ বিচ্ছেদের কারণে ১২ লক্ষ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত শেখ রকি সাত লক্ষ টাকা দেবে বলে সিদ্ধান্ত হয়। আর সেই সময় আচমকাই জোনাকি লুকিয়ে রাখা ছুরি বের করে রকির পেটে ঢুকিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে দ্রুত বর্ধমান হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা জোনাকি ও তাঁর পরিবারের সদস্যদের ঘেরাও করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় এক পার্টি অফিসে তাঁদের আটকে রাখা হয়। পরে দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে জোনাকি ও তাঁর মাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের পার্টি অফিসে কাদের ডাকে সালিশি সভা বসেছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল মুখপত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘কারও ব্যক্তিগত ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস থাকেনি আর থাকবেও না। এটা দলের সিদ্ধান্ত। আমি যতটুকু খবর পেয়েছি, স্বামী-স্ত্রী দুজনেই পার্টি অফিসে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল পার্টি অফিস থেকে কাউকে ডাকা হয়নি।’