বীরভূমের নলহাটিতে দু’টি গোডাউন থেকে বুধবার বিকেলে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলশি। নলহাটি থানা থেকে ২০ কিলোমিটার দূরে ম্যাডোনা প্রাথমিক স্কুলের ঠিক বিপরীত দিকের দু’টি গোডাউন থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তাতে সিউড়ি, রামপুরহাট, বোলপুর কার্যত উড়ে যেতে পারত।
গোপন সূত্রে খবর পেয়ে, বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা ঝাড়খণ্ড সীমান্ত পাসিনালা এলাকায় অভিযান চালায়। সেখানে দু’টি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রথম গোডাউন থেকে উদ্ধার করা হয় ২৬ প্যাকেট জিলেটিন, তিন প্যাকেট ডিটোনেটর, ৩১ প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট। জিলেটিনের প্রত্যেকটি প্যাকেটে ছিল ২০০টি করে এই বিস্ফোরক। ডিটোনেটরের প্রত্যেক প্যাকেটে ছিল দেড় হাজার করে বিস্ফোরক। অ্যামোনিয়াম নাইট্রেটের প্রতিটি প্যাকেট ছিল ৫০ কেজি ওজনের। ২০০ মিটার দূরের দ্বিতীয় গোডাউন থেকে ১০ প্যাকেট জিলেটি, ১ প্যাকেট ডিটোনেটর ও ২৭ প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিশের অনুমান, এই দুটি গোডাউনে মজুত রেখে বীরভূম, ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদে বিস্ফোরক পাচার করা হত। এই ঘটনায় শাহে আলম ওরফে বিকি নামের এক ব্যক্তি জড়িত বলে অনুমান পুলিশের। এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী জানিয়েছেন, গোডাউন দুটিকে সিল করে দেওয়া হয়েছে। গোডাউনগুলি যাঁরা পরিচালনা করতেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে।
Advertisement
Advertisement



