উৎসবের মরসুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক, হেরোইন পাচারের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ১ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। ধৃতরা এত টাকার হেরোইন কোথা থেকে পেলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।
ধৃতদের নাম জাইদুর রহমান এবং সাইদুর রহমান। লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, এই দুই ভাই নিজেদের বাড়িতে গোপনে ৩ কেজির বেশি হেরোইন মজুত করে রেখেছেন। এরপরই দক্ষিণ লতিবেরপাড়া এলাকায় তাঁদের বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের অভিযানে দুজনের বাড়ি থেকে হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনগুলির গুণমান খুব উন্নত বলে জানা গয়েছে। ধৃতদের বাড়ি ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত।
Advertisement
তাই তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাংলাদেশ থেকে এই মাদক পাচার করা হয়ে থাকতে পারে। আবার ভিন রাজ্য থেকে পাচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, পুজোর সময় বিভিন্ন হোটেলে এই ধরনের উন্নতমানের হেরোইনের চাহিদা থাকে। সেই সব হোটেলে পাচারের জন্যই মাদক মজুত করা হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও ধৃতদের দাবি, তাঁরা মাদক পাচারের সঙ্গে জড়িত ননয়। তাঁরা রাজমিস্ত্রির কাজ করেন। এর আগেও সাইদুর রহমান মাদক পাচার মামলায় একবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তিনি জামিনে ছিলেন।
Advertisement
মুর্শিদাবাদ পুলিশ জেলার ওই আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাসে কেবলমাত্র লালগোলা থানা এলাকা থেকে ৬-৭ কোটি টাকার উন্নতমানের হেরোইন উদ্ধার হয়েছে। ১ কোটি ২০ লক্ষ টাকার হেরোইন উদ্ধারের ঘটনায় ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



