• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ভরদুপুরে সোনা ছিনতাই দুবরাজপুরে, ধৃত দুই

ভরদুপুরে সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের সেনপাড়ার কাছে।

ভরদুপুরে সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের সেনপাড়ার কাছে। সূত্রের খবর, দুবরাজপুরের স্বর্ণব্যবসায়ী রতন দাস লক্ষাধিক টাকার হলমার্ক যুক্ত সোনা কিনে দুর্গাপুর থেকে ফিরছিলেন। সাইকেল চেপে বাড়ির পথে যাওয়ার সময় সেনপাড়ার কাছে তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, ব্যাগের ভিতরে ছিল প্রায় দশ লক্ষ টাকার সোনা। ব্যবসায়ী দুর্গাপুর থেকে সোনা কিনে নিজের দোকানে বিক্রি করেন। এদিনও ঠিক একই ভাবে ব্যবসার জন্য কিনে এনেছিলেন সোনা। ভর দুপুরে নির্জন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নম্বরবিহীন বাইক চেপে এসেছিল তিন যুবক। তারপরেই জোর করে ছিনিয়ে নেওয়া হয় সোনা ভর্তি ব্যাগ। তবে পালানোর সময় তারা ভুল করে ঢুকে পরে দুবরাজপুর সবজি বাজারে। আর তখনই দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। তবে দুজনকে ধরা গেলেও তাদের মধ্যে একজন সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়।

অন্যদিকে এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। উদ্ধার করা হয়েছে একটি নম্বরবিহীন বাইকও। একই সঙ্গে খোঁজ চলছে সোনা ভর্তি ব্যাগ এবং অপর দুষ্কৃতীর।