• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাতারে গ্যাস সিলিন্ডার চুরির চক্র ফাঁস, বলগোনায় উদ্ধার ৪৭টি সিলিন্ডার

বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ মনে করছে, এই দু’জনকে জেরা করেই গ্যাস সিলিন্ডার চুরির বড় চক্র সম্পর্কে আরও তথ্য মিলতে পারে।

নিজস্ব চিত্র

পরপর গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল ভাতারের বিভিন্ন এলাকা। সেই অভিযোগের সূত্র ধরেই বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। বলগোনা বাজারে দুটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হল মোট ৪৭টি রান্নার গ্যাস সিলিন্ডার। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সূত্র মারফত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এরপর পুলিশ প্রথমে এরুয়া এলাকা থেকে ভাগু শাহ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি সিলিন্ডার। বুধবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে ভাগু শাহ জানায়, চুরি করা সিলিন্ডারের বড় অংশ বিক্রি করা হত বলগোনা বাজারের একটি গ্যাস মেরামতির দোকানে। তথ্য মিলতেই পুলিশ অভিযান চালায় বলগোনা স্টেশন সংলগ্ন দুটি গ্যাস ওভেন মেরামতির দোকানে। সেখান থেকেই উদ্ধার হয় মোট ৪৭টি চুরি হওয়া সিলিন্ডার।

Advertisement

অভিযানে গ্রেপ্তার করা হয় দোকানমালিক মঙ্গল মুন্সিকে। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ মনে করছে, এই দু’জনকে জেরা করেই গ্যাস সিলিন্ডার চুরির বড় চক্র সম্পর্কে আরও তথ্য মিলতে পারে।

Advertisement

Advertisement