• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বর্ধমানে ভয়াবহ আগুনে পুড়লো গাড়ি, আহত মহিলা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে, এমনটাই জানা গিয়েছে।

আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার দুপুরে শহর বর্ধমানের তিনকোনিয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে, এমনটাই জানা গিয়েছে। আগুন লাগে একটি গ্যারেজে। বেশ কয়েকটি গাড়ি সেখানে রাখা ছিল। তার মধ্যে একটি নতুন চারচাকা গাড়ি ও দুটি সাইকেল সম্পূর্ণ পুড়ে যায়।

সূত্রের খবর, গ্যারেজের ভিতরেই ছোটবড়ো বেশ কয়েকটি রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। সেখান থেকে গ্যাস লিক করে একেবারে কাছে থাকা একটি চারচাকা গাড়িতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে গাড়ি ও দুটি সাইকেল। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও পারেননি। পরে দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে দমকল না এলে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো বলে দাবি ব্যবসায়ীদের।

Advertisement

এদিকে আগুন লাগার পর এক স্থানীয় মহিলা সিলিন্ডার সরাতে গেলে তাঁর একটি হাত পুড়ে যায়। তাঁকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। তবে কে বা কারা ওই গ্যারেজে গ্যাস সিলিন্ডার রেখেছিল, বা কী জন্য সিলিন্ডার রাখা হতো তা নিয়ে কোনও কিছু জানা যায়নি।

Advertisement

Advertisement