প্রেমিকাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা এক যুবকের। নিজেকে সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থায় যোগাযোগকর্তা হিসাবে পরিচয় দিয়েছিলেন মালদহের চাঁচলের ওই যুবক। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রেমিকার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তিনি। কিন্তু দেওয়া হয়নি কোনও চাকরি। এরপরে প্রতারিত তরুণী ওই যুবকের বিরুদ্ধে বিধাননগর থানার সাইবার বিভাগে একটি অভিযোগ দায়ের করে।
যুবকের হাবভাব দেখে সন্দেহ হয় তরুণীর। পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। বিধাননগর থানার সাইবার বিভাগে দায়ের করা হয় অভিযোগ। এরপরে বারাসত পুলিশ যুবকের খোঁজে মালদহের চাঁচলে পৌঁছায়। যৌথ অভিযান চালিয়ে যুবককে খুঁজে বার করে বারাসত থানার পুলিশ ও চাঁচল থানার পুলিশ। চাঁচলের দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে অসীমকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেননি যুবক।
Advertisement
Advertisement
Advertisement



