• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রাক্তন শ্বশুরকে কুপিয়ে খুন

ডিভোর্সের জন্য প্রাক্তন শ্বশুরকে দায়ী করে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। খুনের পর থেকেই পলাতক অভিযুক্ত।

প্রতীকী ছবি

ডিভোর্সের জন্য প্রাক্তন শ্বশুরকে দায়ী করে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। খুনের পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রণজিৎ। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলা লেনিনগড় অঞ্চলের বাসিন্দা। রণজিতের মেয়ের সঙ্গে মছলন্দপুর এলাকার বাসিন্দা দীপঙ্করের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই দীপঙ্করের বিরুদ্ধে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ ওঠে। অবশেষে অতিষ্ঠ হয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন স্ত্রী।

Advertisement

এই ঘটনার পর প্রায়ই শ্বশুরবাড়িতে হাজির হয়ে অশান্তি করতেন দীপঙ্কর। ডিভোর্সের জন্য শ্বশুরবাড়ির সদস্যদেরই দায়ী করতেন তিনি। সেই রাগে বুধবার গভীর রাতে ঘোলায় গিয়ে রণজিতের উপর ধারালো অস্ত্র নিয়ে আচমকা হামলা চালান দীপঙ্কর। তাঁর এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়।

Advertisement

রণজিতের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়দের দেখেই চম্পট দেন দীপঙ্কর। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় রণজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।

Advertisement