৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল বসিরহাটের মাটিয়া থানার পুলিশ। জাল নোট রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকার ঘটনা। ধৃতের সঙ্গে বাংলাদেশি কোনও চক্রের যোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ আবদুল করিম ওরফে রাজা, বাড়ি খোলাপোতা এলাকায়। তাঁর বিরুদ্ধে আগেও মাটিয়া থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল।
শনিবার রাতে বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার ওসি মলয় মণ্ডলের নেতৃত্বাধীন পুলিশ এই অভিযান চালায়। সেই অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার হয়েছে। ২০০০, ৫০০ ও ২০০ টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। টাকার সাইজের সমান সাদা পেপার কাটিং উদ্ধার হয়েছে।
Advertisement
পুলিশে অনুমান, ওই কাগজগুলি প্রিন্ট করে আরও জাল টাকা বানিয়ে বাজারে ছেড়ে দেওয়ার ছক ছিল। বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র বলেন, ‘ধৃতের কাছ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ ধৃতের কাছে এত জাল নোট এল কী করে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সঙ্গে এই ব্যক্তির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Advertisement
Advertisement



