ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে জখম ২ নাবালক। মালদহের রতুয়া থানার হলদিবাড়ি এলাকার ঘটনা। আহতদের উদ্ধারের পর প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। আহত দুই নাবালকের একজন বয়স ৯ বছর এবং আরেকজনের বয়স ১৩ বছর।
বৃহস্পতিবার দুপুরে চাঁদমুণি-২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার সামির আখতার ও মহম্মদ ইমতিয়াজ ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল। বাড়ি লাগোয়া সেই জমিতে ঘাস কাটার সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, দুই কিশোর জমিতে পড়ে রয়েছে। আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ। তারা বিস্ফোরণের জায়গাটি ঘিরে রেখে দেয়। স্থানীয়দের অনুমান, সাধারণের নজর এড়াতে ক্ষেতেই কেউ বোমা লুকিয়ে রেখেছিল। ঘাস কাটার সময় কোনওভাবে বোমাটি ফেটে যায়। কী উদ্দেশ্যে ভুট্টার জমির মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের জমিতে আর কোথাও কোনও বোমা রয়েছে কি না, তা খুঁজে দেখছে বম্ব স্কোয়াডের একটি দল।