• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, ধৃত ২

বিপুল পরিমাণ হেরোইন পাচারের চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাহেবনগর এলাকায়।

বিপুল পরিমাণ হেরোইন পাচারের চেষ্টার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাহেবনগর এলাকায়। এসটিএফ ও সামশেরগঞ্জ থানার এই অভিযানে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য দেড় কোটি টাকা। ধৃতদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বহরমপুর বিশেষ আদালতের বিচারক।

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সাহেবনগর গ্রামের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। সেই বাড়িতে তল্লাশি চালাতেই দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দিল রহমান শেখ ওরফে রাহুল ও জালালুদ্দিন বড়ভুঁইয়া। রাহুলের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ইসলামপুর গ্রামে। জালালুদ্দিনের বাড়ি অসমের শীলচরে।

পুলিশ জানতে পেরেছে, অসম থেকে ওই হেরোইন নিয়ে আসা হয়েছিল। সেগুলি অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, ধৃতদের মাদক পাচারের জন্য নিয়োগ করা হয়েছিল। যদিও এই ঘটনায় সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

News Hub