• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শিশুর দেহ নিয়ে টানছে কুকুর! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

সকালে রাস্তার উপরে কিছু একটা নিয়ে টানাটানি করছিল দুটি কুকুর। পথচলতিরা প্রথমে বুঝতে না পারলেও, পরে কাছে গিয়ে আঁতকে ওঠেন তারা।

সকালে রাস্তার উপরে কিছু একটা নিয়ে টানাটানি করছিল দুটি কুকুর। পথচলতিরা প্রথমে বুঝতে না পারলেও, পরে কাছে গিয়ে আঁতকে ওঠেন তারা। দেখেন, এক শিশুর দেহাংশ নিয়ে টানাহেঁচড়া করছে কুকুরে। তবে লোক দেখেন পালিয়ে যায় দুটি কুকুর। ঘটনার কথা জানিয়ে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন পথচলতিরা। এলাকাটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের কাছে হওয়ায় এমনিতেই সাধারণ মানুষের আনাগোনা কম। পথচলতিরা দেখেন রাস্তার দুটি কুকুর কিছু নিয়ে টানাটানি করছে। কাছে গিয়ে দেখা যায়, তা একটি শিশুর দেহাংশ। কুকুর দুটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন স্থানীয়েরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় হাসিমারা থানায়। পুলিশ গিয়ে শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে খবর, দেহের নিচের অংশ বলতে কিছুই ছিল না। পিঠের দিকে খুবলে খাওয়া।

Advertisement

ঘটনাকে ঘিরে পুলিশের অনুমান, শিশুটিকে মেরে তারপর রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। তবে এই নৃশংস কাজের পিছনে কারা জড়িত তাদের এখনও খোঁজ মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement