বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের তালিকা সরেজমিনে খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরি নিজে শালবনি ব্লকের কর্ণগড় এলাকায় গিয়ে বাংলার বাড়ির তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়িতে গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখলেন। জেলা প্রশাসনের নির্দেশে জেলা স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত আধিকারিকরা ইতিমধ্যেই তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পুনরায় যাচাই করে দেখছেন।
গ্রামসভাগুলি নিয়মিত আয়োজিত হচ্ছে এবং উত্থাপিত সমস্ত সমস্যা ও অভিযোগ দ্রুততার সঙ্গে যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে শুক্রবার জেলাশাসক খুরশেদ আলি কাদেরি শালবনি ব্লকের কর্ণগড় এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র, এডব্লিউসি এবং দুয়ারে রেশন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এলাকার সাধারণ মানুষ ও উপভোক্তাদের সঙ্গে তিনি কথা বলেন।
Advertisement
Advertisement
Advertisement



