• facebook
  • twitter
Friday, 13 December, 2024

বিজেপির সদস্য সংগ্রহে দিলীপ

এদিন দিলীপ বাবুর সঙ্গে ছিলেন এলাকার মণ্ডল সভাপতি রিপন বিশ্বাস, কালনা নগরের সভাপতি সৌরভ রায় প্রমুখ।

ফাইল চিত্র।

বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে পূর্ব বর্ধমানের কালনার হাটে-বাজারে ঘুরলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলীয় নেতা-কর্মীদের কর্মসূচি সফল করার নির্দেশ দেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে কালনার ইন্দিরা বাজারে সবজি বিক্রেতা ও দোকানদারদের বিজেপির সদস্য করেন। দলের অনেক কর্মী দিলীপের সঙ্গে ছবি তোলায় মাতেন। তা দেখে এক সময় নেতা-কর্মীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, মোবাইল হাতে ছবি না তুলে দলের কর্মসূচির দিকে নজর দিন।

এদিন দিলীপ বাবুর সঙ্গে ছিলেন এলাকার মণ্ডল সভাপতি রিপন বিশ্বাস, কালনা নগরের সভাপতি সৌরভ রায় প্রমুখ। কালনার কর্মসূচি শেষ করে পূর্বস্থলীর থানার মাঠে একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন তিনি। সদ্য হওয়া উপনির্বাচনে বিজেপির ভরাডুবি নিয়ে দিলীপ বলেন, ‘উপনির্বাচনে এমনটি হয়। ফলাফল শাসক দলের পক্ষে যায়। এই নিয়ে আমরা ভাবিত নই।’ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ও জেলা সভাপতির বিরুদ্ধে দলের এক শ্রেণির নেতা কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সমস্যা থাকলে জায়গা মতো জানাক। দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’