• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নকল মতুয়া কার্ড বানানোর অভিযোগে ধৃত দম্পতি

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর জাল করে মতুয়া কার্ড ছাপিয়ে বিক্রি করার অভিযোগ। গাইঘাটা থেকে এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্বাক্ষর জাল করে মতুয়া কার্ড ছাপিয়ে বিক্রি করার অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থেকে এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সবুজ মণ্ডল (৪০) এবং তাঁর স্ত্রী মীরা মণ্ডল (৩৭)। কীভাবে এই জাল কার্ড তৈরি করা হত? এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছেন কি না, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। ধৃতদের বাড়ি সংলগ্ন দোকান থেকেই উদ্ধার করা হয়েছে কম্পিউটারের হার্ডডিস্ক ও ১৪টি নকল মতুয়া কার্ড। বৃহস্পতিবার অভিযুক্তদের বনগাঁ আদালতে পেশ করে পুলিশ।

বনগাঁ, ঠাকুরনগর এলাকা থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল, নকল ‘মতুয়া কার্ড’ তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এলাকায়। ধৃত সবুজ মণ্ডল দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ তাঁর এই দাবি মানতে চায়নি। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ আইনের বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। এরপরেই গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তরফে এই কার্ড বিলি করা শুরু হয়।

Advertisement

Advertisement

Advertisement