সকলের জন্য বাড়ি প্রকল্পের কাজ মাঝপথে থামিয়ে উপভোক্তার কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ উঠল খড়গপুর পুরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর জয়ন্তী সিংয়ের স্বামী সুশান্ত সিং এবং তার এক সহযোগীর বিরুদ্ধে । এই মর্মে খড়্গপুরের মহকুমা শাসককে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নং ওয়ার্ডের সারদাপল্লীর বাসিন্দা ইতু গোপ।
সকলের জন্য বাড়ি প্রকল্পে তিন লক্ষ আটষট্টি হাজার টাকায় উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়ার কথা। এর মধ্যে রাজ্য ও কেন্দ্র সরকার তিন লক্ষ ৪৩ হাজার টাকা এবং উপভোক্তা ২৫ হাজার টাকা দেয়। সারদা পল্লীর বাসিন্দা ইতু গোপ বলেন, সকলের জন্য বাড়ি প্রকল্পে আমার নামে একটি বাড়ি বরাদ্দ হয়। সেই বাড়ি তৈরির জন্য আমি খুব কষ্টের সঙ্গে ২৫০০০ টাকা জোগাড় করে তিন খেপে জমা দিই। আমার মাটির বাড়ি ভেঙে বর্তমানে ভাড়া বাড়িতে আছি । লিনটন অব্দি বাড়ি তুলে কাউন্সিলারের স্বামী সুশান্ত সিং এবং তার সহযোগী সুভাষ কাড়ার আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে। তারা বলে এক লক্ষ টাকা না দিলে বাড়ির কাজ আর হবে না। আমি লোকের বাড়ির কাজ করি । আমার স্বামী গ্যারেজে কাজ করে। আমি তাদের জানাই আমাদের পক্ষে এক লক্ষ টাকা দেওয়া কোনমতেই সম্ভব নয়। কিন্তু তারা এক লক্ষ টাকা দেওয়ার দাবিতে অনড় থাকে। তারা এও বলে কাউকে কোন অভিযোগ জানিয়ে কোন লাভ হবে না। আমরা বিষয়টি পুরসভার চেয়ারপার্সনকে জানাই। কিন্তু কোন কাজ হয়নি। মাসের পর মাস ধরে ভাড়া বাড়িতে আমাদের থাকতে হচ্ছে। তার জন্য আমাদের নিদারুণ অর্থকষ্টে দিন কাটাতে হচ্ছে। ইতুদেবী বলেন, বাধ্য হয়েই আমরা মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছি। গরিবের কেউ নেই। আশা করব মহকুমা শাসক আমাদের বাড়ির কাজ শুরু করতে সাহায্য করবেন।
Advertisement
কাউন্সিলর জয়ন্তী সিংয়ের স্বামী সুশান্ত সিং বলেন, কেউ কোনো টাকা দাবি করেনি। এই বাড়িগুলো খেপে খেপে হয়। আগের বিলের টাকা ঢুকলে পরে খেপের কাজ শুরু হয়। সেই জন্য বাড়ি তৈরি করতে দেরি হচ্ছে। টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।
Advertisement
Advertisement



