এবার শহর বর্ধমানের গোদা এলাকায় জলাভূমি ভরাটের অভিযোগ উঠল এক কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, শতবর্ষ প্রাচীন ওই জলাভূমি ভরাটের পিছনে কাউন্সিলর ও তাঁর স্বামীর মদত আছে। এই খবর জানাজানি হতে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। যদিও ওই মহিলা তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী পুরোপুরি ঘটনার কথা অস্বীকার করেছেন। তবে স্থানীয় বাসিন্দারা একযোগে অভিযোগ জানিয়েছেন পুরসভার চেয়ারম্যানের কাছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডে শতাব্দী প্রাচীন জলাভূমি আছে। আর ওই জলাভূমির ধারে পাঁচিল ঘিরে ভরাটের কাজ চলছে। এমনকী এরই মধ্যে একটি ক্লাব ঘর তৈরি করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর নাজমিন বেগম ও তাঁর স্বামী তৃণমূল নেতা কাঞ্চন কাজি এই ভরাটের সঙ্গে যুক্ত। এই জলাভূমি ভরাট হয়ে গেলে ওই ওয়ার্ডে নিকাশি ব্যাবস্থার চরম সমস্যা হবে। এলাকার বাসিন্দারা এ নিয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ওয়ার্ডে আরও দু’তিন জায়গায় জলা ভরাটের অভিযোগ তোলা হয়।
Advertisement
এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা সরব হয়েছেন। তবে কাউন্সিলর এবং তাঁর স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, সিপিএম ও বিজেপির মদতে কয়েকজন আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। অন্যদিকে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, জলাভূমি ভরাটের কাজে নেতা-নেত্রীরা যুক্ত থাকলে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কোনও অভিযোগ হয়ে থাকলে তদন্ত হবে।
Advertisement
Advertisement



