বেআইনি মাটি, বালি কারবারিদের বিরুদ্ধে নদীপথে অভিযান চালিয়ে তিনটি বালির নৌকা আটক করেছে পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ। নৌকায় থাকা মাঝি ও অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ নৌকার মালিকদের খোঁজ শুরু করেছে।
কালনা মহকুমার একদিক দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। কালনা থানার অধীনে থাকা নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগে উঠেছে চর। এই চর থেকে বালি, মাটি বড় বড় নৌকায় দিনে ও রাতের অন্ধকারে বেআইনিভাবে কেটে নিয়ে যায় মাটি মাফিয়ারা। ক্ষতি হচ্ছে সরকারি রাজস্ব। এই কারবারে ফুলেফেঁপে উঠছে মাটি, বালি মাফিয়ারা। পুলিশ ও মহকুমা প্রশাসন অভিযান চালিয়ে ধরপাকড় করলে মাটি মাফিয়ারা কারবার বন্ধ রাখে। কিছুদিন বন্ধ থাকার পর ফের দৌরাত্ম্য বাড়ে। নদীপাড়ের জমির মাটিও কেটে নিয়ে যাওয়ায় এলাকার বাসিন্দা ও মাটি মাফিয়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
Advertisement
Advertisement
Advertisement



