• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওয়াকফ আইনের বিরোধিতায় পথে কংগ্রেস

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ চলে। কুসুমগ্রাম বাজারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মন্তেশ্বর ব্লক কংগ্রেস কমিটি।

ফাইল চিত্র

ওয়াকফ বিলের বিরোধিতা করে আন্দোলনে জাতীয় কংগ্রেসের নেতা-নেত্রীরা। একই সঙ্গে শিক্ষকদের চাকরি হারানোর পর স্কুল কলেজে অচলাবস্থা নিয়েও সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ চলে। কুসুমগ্রাম বাজারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মন্তেশ্বর ব্লক কংগ্রেস কমিটি।

পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সদস্য জ্যোতির্ময় মন্ডল, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ সহ অন্যান্যরা। একই সঙ্গে মেমারি-২ ব্লকের বোহারে ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালায় কংগ্রেস। দুটি জায়গায় মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার ঘটনায় বিদ্যালয়ের পঠনপাঠন শিকেয় উঠেছে বলে অভিযোগ তোলা হয়। অভিযোগ পূর্ব বর্ধমান জেলাতে এ নিয়ে ছাত্র- ছাত্রীদের পঠনপাঠনে সমস্যা দেখা দিয়েছে। অবিলম্বে এ ব্যাপারে রাজ্য সরকারকে তড়িঘড়ি ব্যাবস্থা গ্রহনের আর্জি জানানো হয়।

Advertisement

জেলা কংগ্রেসের এসসি সেলের সভাপতি অম্লান সরকার বলেন, পড়ুয়াদের কথা চিন্তা করেই অবিলম্বে ব্যাবস্থা গ্রহন করা হোক। একই সঙ্গে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement