যাত্রীবাহী বাসের ছাদে কয়লা পাচারের অভিযোগে রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় বাসের মালিক তৃণমূল শ্রমিক সংগঠনের রাজনগর ব্লকের সভাপতি মানিক সেনের নাম জড়িয়েছে। সোমবার সকাল ৬টা নাগাদ ঝাড়খণ্ড সীমান্তের চন্দ্রপুর থানা এলাকায় বাস থেকে ৩০ বস্তা কয়টা বাজেয়াপ্ত করা হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ। পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে।
জানা গিয়েছেন, আটক কন্ডাক্টরের নাম বুদ্ধদেব দাস। তিনি রাজনগর ব্লক কংগ্রেস সভাপতি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে বীরভূম জেলা এনফোর্সমেন্ট শাখা অভিযান চালায়। এরপরই তৃণমূল শ্রমিক নেতার বাস থেকে কয়লা উদ্ধার করা হয়। বাসের ছাদে এই কয়লার বস্তাগুলি রাখা ছিল। ওই কয়লার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক ও কন্ডাক্টর। এরপরই বাস থেকে যাত্রীদের নামিয়ে বাসটিকে আটক করে চন্দ্রপুল থানায় নিয়ে যায় পুলিশ।
Advertisement
এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী জানিয়েছেন, ঝাড়খণ্ড থেকে চোরাই কয়লা রাজনগরের বাসের ছাদে করে নিয়মিত সিউড়ি বা সাঁইথিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ দিন সকালে বাস আটকে ছাদ থেকে ৩০ বস্তা কয়লা উদ্ধার করা হয়। এর কোনও বৈধ কাগজ বাসের চালক, কন্ডাক্টর দেখাতে পারেননি। সেই কারণে তাঁদের আটক করে পরবর্তী পদক্ষেপ করছে পুলিশ। এর আগেও বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচার করা হত বলে অভিযোগ উঠেছিল। বর্তমানে যাত্রীবাহী গাড়িগুলিকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে চিন্তায় রয়েছে পুলিশ প্রশাসন।
Advertisement
Advertisement



