রবিবার সকালে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামে মাটি চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির উঠোনে খেলা করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির দেওয়াল। ঘটনাস্থলেই মৃত্যু হল আড়াই বছরের কিরণ লোহারের। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরসিংহ গ্রামের ডাঙাপাড়ায় অ্যাসবেস্টস ছাউনি দেওয়া মাটির বাড়িতে সপরিবারে থাকতেন দিনমজুর বিশ্বনাথ লোহার। তাঁর দুই মেয়ের মধ্যে কিরণ ছিল ছোট। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে ঘরের মাটির দেওয়াল ছিল ভেজা ও দুর্বল। এদিন সকালে উঠোনে খেলছিল কিরণ, তখনই আচমকা ভেঙে পড়ে ঘরের একাংশের দেওয়াল। মুহূর্তের মধ্যেই চাপা পড়ে যায় শিশুটি।
Advertisement
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকালমৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
Advertisement
ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং জানান, প্রশাসনের তরফ থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে অতিরিক্ত ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
Advertisement



