পিতৃপক্ষের সমাপ্তি এবং মাতৃপক্ষের সূচনা হতেই জেলার বিভিন্ন স্থানে উৎসবের রং ছড়িয়ে পড়ল। রবিবার সন্ধ্যায় পুরুলিয়ার ১৫ টি পুজো মণ্ডপের ভার্চুয়ালী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরুলিয়া তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মহালয়ার দিনই প্রথম পর্যায়ে জেলার চারটি মহকুমার মোট ১৫টি মণ্ডপের উদ্বোধন সম্পন্ন হয়। এদের মধ্যে ছিল মানবাজারের একটি, ঝালদার দুটি, পুরুলিয়া সদরের চারটি এবং রঘুনাথপুর মহকুমার আটটি মণ্ডপ। মুখ্যমন্ত্রী ফিতে কেটে এই মণ্ডপগুলোর ভার্চুয়ালী উদ্বোধন করেন এবং পুজো উদযাপনকে আরও উৎসবমুখর করার বার্তা দেন।
Advertisement
স্থানীয়রা জানিয়েছেন, এই ভার্চুয়ালী উদ্বোধনের মাধ্যমে পুজো উপলক্ষে মানুষের মধ্যে উৎসবের অনুভূতি বজায় রাখা হয়েছে। প্রযুক্তির সাহায্যে পুজো মণ্ডপের নানা আয়োজন প্রত্যেক ঘরে পৌঁছে যাচ্ছে। পুরুলিয়ার সংস্কৃতিকর্মীরা জানিয়েছেন, এই উদ্যোগ জেলা জুড়ে পুজোর আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে।
Advertisement
মুখ্যমন্ত্রীও সামাজিক মাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘জনতা যেন নিরাপদে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই ভার্চুয়ালী উদ্বোধনের ব্যবস্থা করা হয়েছে’।
পুরুলিয়ার প্রশাসন ও স্থানীয় পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে, যাতে দেবীপক্ষের প্রতিটি দিনই উৎসবমুখর ও নিরাপদে কাটানো যায়।
Advertisement



