• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডোমকলে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি (৫৭)। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা। তাঁর জমির ব্যবসা ছিল বলে জানা গিয়েছে।

ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকায়। শনিবার রাতে এলাকার একটি মাঠ থেকে ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি (৫৭)। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা। তাঁর জমির ব্যবসা ছিল বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে জিন্নাতকে তাঁর পূর্ব পরিচিত কয়েকজন ডেকে নিয়ে যান। এরপর রাতের দিকে মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় তাঁর। পূর্ব পরিচিত ওই ব্যক্তিরাই জিন্নাতকে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ পরিবারের। মৃতের ছেলে রাকিব আনসারি জানিয়েছেন, মৃত্যুর আগে খুনিদের নাম বলে গিয়েছেন জিন্নাত। পুলিশকে তা জানানো হয়েছে।

Advertisement

তবে কী কারণে এই খুন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন করা হয়ে থাকতে পারে। যদিও এবিষয়ে নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্রটিরও খোঁজ চালানো হচ্ছে।

Advertisement

Advertisement