হাওড়ার আন্দুলের এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় বাড়ির পরিচারিকা সহ চারজনকে গ্রেপ্তার করেছে সাঁকরাইল থানার পুলিশ। চুরির উদ্দেশ্যেই ওই পরিচারিকা কাজে যোগ দিয়েছিলেন বলে দাবি পুলিশের। ধৃতদের আদালতে পেশ করা হলে তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা একটি চক্রের হয়ে কাজ করছিলেন।
গত বৃহস্পতিবার রাতে আন্দুলের ওই বাড়ির জানলা ভেঙে হানা দিয়েছিল চোরের দল। বাড়ির আলমারি ভেঙে ২৫ ভরি সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা চুরি করে চম্পট দেন তাঁরা। শুক্রবারই থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানে বাড়ির পরিচারিকা পূর্ণিমা সিংকে দেখতে পাওয়া যায়। শুরু হয় তাঁর খোঁজ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পূর্ণিমা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিদের নাম জয় মালিক ওরফে ভোলা, সঞ্জয় মালিক ওরফে বাঁটুল, এবং সুরজিৎ বাগ ওরফে কালু।
Advertisement
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের একটি চক্র চলছিল। আগে থেকে রেইকি করে বিভিন্ন পরিবারের পরিচারিকার কাজে যোগ দিতেন পূর্ণিমা। তারপর সেখান থেকে চুরি করে চম্পট দিতেন। চুরির ঘটনায় বাকিদের সাহায্য নিতেন পূর্ণিমা। তবে এবার পরিকল্পনা মতো কাজ করতে পারলেন না অভিযুক্তরা। ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া গয়না ও টাকা উদ্ধার করা হয়েছে।
Advertisement
অভিযুক্তরা এর আগে আরও একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার সাউথ সুরিন্দর সিং জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement



