• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেধাতালিকায় ধর্মের উল্লেখ, বিতর্ক

পিএইচডি কোর্সে ভর্তির আগে প্রাথমিক মেধাতালিকায় প্রকাশের পর বিতর্কে জড়িয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ।

পিএইচডি কোর্সে ভর্তির আগে প্রাথমিক মেধাতালিকায় প্রকাশের পর বিতর্কে জড়িয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা গবেষকদের নামের পাশে তাঁদের ধর্মের উল্লেখ থাকায় শুরু হয়েছে চর্চা। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। জানা গিয়েছে, একটি সংস্থা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কাজগুলি করে থাকে। মূলত তাঁদের ভুলেই এই রকম ঘটনা ঘটেছে।

প্রশাসনিক কাজ বা কোনও ফর্ম ফিল আপ করার সময় আবেদনকারীদের ব্যক্তিগত কিছু তথ্য জানাতে হয়। তবে মেধাতালিকা বা এ রকম কোনও তালিকায় ধর্ম পরিচয় প্রকাশ করার নিদর্শন প্রায় নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই জানিয়েছেন, মেধাতালিকায় ধর্মীয় পরিচয় উল্লেখ করার কোনও যুক্তি তাঁরা খুঁজে পাচ্ছেন না।

Advertisement

যদিও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। উপাচার্য শঙ্করকুমার নাথ জানিয়েছেন, কোনও আবেদনপত্র পূরণ করার সময় সকলকে ‘রিলিজিয়ন’ বলে বাক্সটি ফিল আপ করতে হয়। ঠিক তেমনভাবে এক্ষেত্রেও পড়ুয়া সেটাই করেছেন। তবে ওয়েবসাইটে আপলোডের সময়ে কোনও কারণে সেই কলামটি হয়তো রয়ে গিয়েছে। কাউকে ছোটো বা বড় করতে এই কাজ করা হয়নি। বিনা কারণে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিশ্ববিদ্যালয়ের তরফে তা সংশোধন করা হয়েছে।

Advertisement

কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, একটি সংস্থা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে এই কাজ করেন। সেই সংস্থার ভুলেই মূলত এ রকম বিভ্রান্তি ঘটেছে। এর মধ্যে চক্রান্ত থাকতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ।

Advertisement