ফ্ল্যাট থেকে এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটিতে। মৃতের নাম দীপশিখা গোস্বামী(২৯)। বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপশিখা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। কয়েকদিন ধরেই ফ্ল্যাট থেকে বেরোচ্ছিলেন না দীপশিখা। এর পাশাপাশি ফ্ল্যাট থেকে দুর্গন্ধও বেরোচ্ছিল। এতেই প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণীর মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। তিনি বলেন, ‘যুবতী একাই থাকতেন বলে শুনেছি। গত মঙ্গলবার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে ওই আবাসনে গিয়েছিলেন। তখন তাঁরা দরজা ধাক্কা দিলেও কেউ খোলেনি।’ স্থানীয় সূত্রে খবর, দুর্গন্ধের বিষয়টি জানাজানি হতেই যুবতীর দিদিকেও ডাকা হয়। তাঁর সামনেই দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়। যুবতী বাথরুমের মধ্যে পড়েছিলেন। ওই যুবতীর সঙ্গে দেখা করতে কেউ এসেছিলেন কি না, তা অবশ্য বলতে পারছেন না প্রতিবেশীরা। কয়েকদিন আগেই তরুণীর মৃত্যু হয়েছে বলে অনুমান।
Advertisement
Advertisement
Advertisement



