• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হুগলিতে ডোবা থেকে যুবকের দেহ উদ্ধার

হুগলির চণ্ডীতলা এলাকায় ডোবা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

হুগলির চণ্ডীতলা এলাকায় ডোবা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের দ্বিতীয় স্ত্রী সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃতের নাম শ্রীমন্ত কোড়া (৪৯)। তাঁর বাড়ি হুগলির পান্ডুয়ার চাঁদপুরে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তিন বছর আগে পাণ্ডুয়ার বাসিন্দা টুম্পা ক্ষেত্রপালকে বিয়ে করেছিলেন শ্রীমন্ত। এটি টুম্বা ও শ্রীমন্ত দুই জনেরই দ্বিতীয় বিয়ে। দুই জনেরই প্রথম পক্ষের দুটি করে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁরা চণ্ডীতলার কুমিরমোরার কাছে ঘড় ভাড়া নিয়ে থাকতেন। রবিবার রাতে নবাবপুর জনাই রোডের পাশে একটি হলুদ স্কুটি দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। স্কুটিতে রক্তের দাগ লেগেছিল। স্কুটির সামনে থেকে সেই রক্তের দাগ ডোবা পর্যন্ত চলে গিয়েছিল। তা দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেওয়া হলে চণ্ডীতলা থানার পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করে। এরপর রাত ১০টা নাগাদ ডোবা থেকে শ্রীমন্তর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর গলায় গভীর ক্ষতচিহ্ন ছিল। স্কুটির পাশ থেকে ভাঙা অ্যাসিডের বোতল, একটি হেডফোন ও রক্তমাখা চটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগের তির মৃতের দ্বিতীয় স্ত্রীয়ের দিকে। কিন্তু ঘটনার সময় তিনি পাণ্ডুয়ায় ছিলেন না। ভাড়াটে খুনিকে দিয়ে এই খুন করানো হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

Advertisement