• facebook
  • twitter
Sunday, 11 May, 2025

নবগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

ঘর থেকে উদ্ধার হয়েছে এক প্রৌঢ় দম্পতির দেহ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায়।

প্রতীকী চিত্র।

ঘর থেকে উদ্ধার হয়েছে এক প্রৌঢ় দম্পতির দেহ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই স্বামী–স্ত্রী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নবগ্রাম থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম শক্তি হালদার (৬৫) ও সাধনা হালদার (৫৫)। তাঁদের তিন ছেলে–মেয়ে। তার মধ্যে দুই মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছে। এক ছেলে অবিবাহিত। তিনি আধা সামরিক বাহিনীতে কর্মরত। তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছেলের বিয়ে ঠিক হওয়াকে কেন্দ্র করে পরিবারে কিছু গন্ডগোল চলছিল। সেই কারণে ওই দম্পতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শক্তি হালদার ও তাঁর স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা মেনে নিতে পারছেন না পরিবার ও স্থানীয়রা। শক্তির ভাই ক্ষেত্রমোহন হালদার জানিয়েছেন, বুধবার রাত দেড়টা নাগাদ বৌদি তাঁর শরীরের খোঁজ নিতে বাড়িতে এসেছিলেন। সেই সময় তিনি নবগ্রাম হাসপাতালে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন। তারপরই রাত তিনটে নাগাদ তাঁদের মৃত্যুর খবর আসে। তিনি আরও জানিয়েছেন, শক্তিবাবুর দেহ ঘরের মধ্যে থেকে এবং সাধনার দেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের মতে, পরিবারে তেমন কোনও অশান্তি ছিল না। তিন ছেলে মেয়েকে নিয়ে সুখেই সংসার করতেন শক্তি হালদার ও তাঁর স্ত্রী। কীভাবে এ রকম একটা ঘটনা ঘটে গেল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। যদিও তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কারও প্ররোচনা রয়েছে কি না তা–ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।