লোহার রড দিয়ে মাথায় মেরে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের রঘুনাথপুরগঞ্জে। জমিকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মেনকা মণ্ডল (৪০)। রবিবার ওই প্রতিবেশী ও তাঁর দলবল মিলে পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা চালায়। মেনকা মন্ডল ও তাঁর পরিবারকে মারধর করা হয়েছিল। লোহার রড দিয়ে মেনকা মন্ডলের মাথায় আঘাত করা হয়। এর জেরেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কুড়ান মণ্ডল নামে এক প্রতিবেশীকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার যগোদানন্দ বাটি গ্রামের বাসিন্দা মেনকা মন্ডল গত বছর নির্বাচনে বিজেপি দলের পক্ষ থেকে লড়ে জয়ী হন। তিনি দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন। সম্প্রতি প্রতিবেশী কুড়ান মণ্ডলের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন। বিগত বেশ কয়েক দিন ধরেই এই অশান্তি ক্রমশ বেড়েছিল। রবিবার দুপুর নাগাদ আচমকাই প্রতিবেশী কুড়ান মন্ডল তাঁর দলবল নিয়ে মেনকা মন্ডলের বাড়িতে হামলা চালান। আচমকা হামলার জন্য পঞ্চায়েত সদস্যার বাড়ির কেউই প্রস্তুত ছিলেন না।
তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়। লোহার রড দিয়ে পঞ্চায়েত সদস্যার মাথায় আঘাত করা হয়েছিল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এরপর ওই প্রতিবেশী ও তাঁর শাগরেদরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় মেনকা মণ্ডলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পুলিশকে খবর দেওয়া হয়েছিল। তাঁরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিবেশী কুড়ান মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।