• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

অশোকনগরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জখম ৭

দুই পক্ষের কর্মী সমর্থকদের বিরুদ্ধেই চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মানিকতলা এলাকায়।

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। রবিবার রাতে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক চলাকালীন ঝামেলা শুরু হয়। ঝামেলা গড়ায় হাতাহাতি ও মারধর পর্যন্ত। দুই পক্ষের কর্মী সমর্থকদের বিরুদ্ধেই চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে অশোকনগরের মানিকতলা এলাকায়। এই ঘটনায় ৭ জন জখম হয়েছেন। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

মানিকতলা ক্লাব এলাকায় রবিবার সন্ধ্যায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার। বৈঠকেই অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার ও আরও কয়েকজন জেলা সভাপতির কাছে জানতে চান, অশোকনগরে যে চারটি মণ্ডল রয়েছে তার মধ্যে একজন মহিলার মণ্ডল সভাপতি হওয়ার কথা ছিল। তা কেন হয়নি? পাশাপাশি দাবি করা হয়, কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে। এই অভিযোগ উঠতেই বিজেপির কয়েকজন সমর্থক প্রদীপ ও তাঁর সঙ্গে থাকা বাকিদের উপর চড়াও হন। শুরু হয় ব্যাপক মারধর ও ভাঙচুর। এর জেরে জখম হয়েছেন অন্তত ৭ জন। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। এরপরই দুই পক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানিয়েছেন, বিজেপির হাতে ক্ষমতা এলে আরও ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিজেপির নেতা–কর্মীদের পুলিশ প্রোটেকশন নিয়ে মিটিং করা উচিত।